• Sep 13 2023 - 06:15
  • 48
  • : Less than one minute

ইরাকের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ইরাক সফররকারী জিয়ারতকারীদের আপ্যায়নের জন্য ইরাকের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ইরাক সফররকারী জিয়ারতকারীদের আপ্যায়নের জন্য ইরাকের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

এই চেহলাম বার্ষিকী আরবাইন নামে পরিচিত। তিনি আজ (সোমবার) তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে এক সমাবেশে বলেন, আরবাইনে ইরাকি ভাই-বোনেরা যে আতিথেয়তা দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ। নিজেদের সহায়-সম্বল দিয়ে দুই কোটি ২০ লাখের বেশি জিয়ারতকে আতিথেয়তা দিয়েছেন, আপ্যায়ন করেছেন।

গত ৬ সেপ্টেম্বর ছিল ইরাকের কারবালায় ইমাম হুসাইন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী। এই দিবসকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্ত থেকে দুই অসংখ্য মানুষ কারবালায় ইমাম হুসাইন (আ.)'র মাজার এলাকায় শোক পালন করেছেন।

ইরাকের হজরত আব্বাস (আ.)'র মাজার পরিচালনা কমিটির হিসাব অনুযায়ী এ বছরের চেহলাম বার্ষিকী উপলক্ষে সারা বিশ্ব থেকে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ ইরাকে শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। # 

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: