• Mar 6 2023 - 13:30
  • 71
  • : 3 minute(s)

ইতিহাস-ঐতিহ্যে ফারসি গালিচা

বিশ্বের উচ্চ-মানের গালিচা প্রসঙ্গ আসলে পার্সিয়ান কার্পেট নামটি সবার আগে আসে।

বিশ্বের উচ্চ-মানের গালিচা প্রসঙ্গ আসলে পার্সিয়ান কার্পেট নামটি সবার আগে আসে। ইরান ভ্রমণের সময় বাড়িতে নেওয়ার জন্য অন্যতম সেরা পার্সিয়ান স্যুভেনির হিসেবে পার্সিয়ান  গালিচাকে বিবেচনা করা হয়।১৭শতকে প্রায় ৭০ জন ডাচ শিল্পী তাদের চিত্রকর্মে পার্সিয়ান  গালিচার উপস্থাপনা অন্তর্ভুক্ত করেন। তারা মূলত উত্তর-পশ্চিম পারস্য থেকে উদ্ভূত গালিচার ধরণগুলো উপস্থাপন করে। ইরানিকাঅনলাইন বিশ্বে কার্পেটের ইতিহাস সম্পর্কে এই প্রতিবেদন প্রকাশ করেছে।পারস্য বহু শতাব্দী ধরে রঞ্জকের জন্য বিখ্যাত। উদাহরণস্বরূপ, ৯৮৭/১৫৭৯ এর দিকে একজন ইংরেজকে পার্সিয়ান পদ্ধতিতে উল এবং সিল্কের রঞ্জনবিদ্যা শিখতে পাঠানো হয়। এনসাইক্লোপিডিয়া থেকে এই তথ্য জানা গেছে।পার্সিয়ান কার্পেটের সবচেয়ে সাধারণ নকশার বিন্যাস হচ্ছে একটি কেন্দ্রীয় ক্ষেত্র। ফারসিতে এটি ‘মাটন’ নামে পরিচিত। এই ক্ষেত্রটি একটি সীমানা বেষ্টিত। ফারসি ভাষায় যা ‘হাশিয়াহ’ নামে পরিচিত। নিরেট রঙের সরু ব্যান্ডগুলির সাথে পর্যায়ক্রমে প্যাটার্নযুক্ত থাকে স্ট্রাইপগুলি।সাধারণ মোটিফগুলির মধ্যে রয়েছে মেডেলিয়ন (ফারসি ভাষায় যাকে ‘তোরঞ্জ’ বলে), কার্টুচ, আরাবেস্ক, বোটা (আক্ষরিক অর্থ বুশ, ঝোপ), পামেট (গোল-ই এসলিমির আক্ষরিক অর্থ ‘প্যাটার্ন’ বা ‘আরবেস্ক ফুল’) এবং রোজেট। পার্সিয়ান কার্পেটের ফিল্ড এবং সীমানা উভয় ক্ষেত্রেই এটি দেখা যায়।পার্সিয়ান কার্পেটের সবচেয়ে বেশি ব্যবহৃত প্যাটার্নগুলি হচ্ছে- হেরাতি (আক্ষরিক অর্থ ‘হেরাত থেকে’), মিনাখানি (আক্ষরিক অর্থ অজানা, সম্ভবত একটি সঠিক নাম থেকে উদ্ভূত), রেসিপ্রোকাল-ট্রেফয়েল, এস-স্টেম এবং শাহ-আব্বাসি।পার্সিয়ান কার্পেটে যে দুটি মৌলিক ধরনের গিঁট পাওয়া যায় তা হল প্রতিসম এবং অসমমিত উভয়ই ডানদিকে বা সাধারণত বাম দিকে খোলা থাকতে পারে।পূর্ববর্তী কার্পেট সাহিত্যে প্রতিসম গিঁটকে সাধারণত তুর্কি বা ঘিওর্দেস গিঁট বলা হত। ব্যবসায় পারসিকদের মধ্যে এই ফ্যাশনে গালিচা গিঁট দেওয়ার কৌশলটি সাধারণত ‘টরকিবাফ’ নামে পরিচিত। অপ্রতিসম গিঁটের জন্য সংশ্লিষ্ট পদগুলি হল ফারসি বা সেন্না এবং ‘ফারসিবাফ’।তাঁত (দাস্তগাহ অর্থ সরঞ্জাম এবং দার অর্থ পোল) হল সেই ফ্রেম যার উপর কার্পেট বোনা হয়। ইরানে তাঁতগুলি অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে স্থাপন করা হয়। অনুভূমিক তাঁতের প্রান্তগুলি (ফারসিতে ‘রু-জমিনি’) সাধারণত মাটিতে খোঁপা করা হয় এবং কখনও কখনও পার্শ্বগুলিও এমনটি করা হয়। এগুলি দ্রুত ভেঙে ফেলা যায় এবং সহজেই পরিবহন করা যায়।আরও সাধারণভাবে ব্যবহৃত হয় উল্লম্ব (ফারসিতে ‘দিভারি’) তাঁত। যার উপরের এবং নিচের বীমগুলি দুটি খাড়া খুঁটি বা পোস্ট দ্বারা সংযুক্ত থাকে বা ওয়ার্করুমের পাশের দেয়ালে (ফারসিতে কারগাহ) গর্তে লাগানো হয়।কেরমানের কার্পেটের বৈশিষ্ট্যব্রিটানিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত কেরমানে ফুলদানি কার্পেট নামক স্বতন্ত্র পাটি (নকশায় ফুলদানির কারণে ফুলদানি কার্পেট বলা হয়) তৈরি করা হয় বলে মনে করা হয়। সুসংগঠিত ডিজাইনে অত্যন্ত পরিশীলিতকেরমান কার্পেটের উৎপত্তি ১৬ শতকে। এই শহরে এখন সাধারণত ১৬ এবং ১৭ শতকের বিভিন্ন ধরনের কার্পেট পাওয়া যায়। এর মধ্যে ফুলদানির কার্পেট অন্যতম।

১৯ শতকের শেষের দিকে কার্পেট বুননের একটি পুনরুজ্জীবন লক্ষণীয় হয়ে ওঠে। কেরমান দ্রুত ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কার্পেট শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।ফারসে কার্পেট বুননের ঐতিহ্যগত দক্ষতাইরানের ফারস প্রদেশের কার্পেট বুননের ঐতিহ্যগত দক্ষতা ২০১০ সালে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় খোদাই করা হয়।ইরানিরা কার্পেট বুননে বিশ্বব্যাপী খ্যাতি উপভোগ করে আসছে।ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফারসের কার্পেট তাঁতিরা সবচেয়ে বিশিষ্ট শিল্পী হিসেবে পরিচিত।বসন্ত বা শরৎকালে স্থানীয় পুরুষরা কার্পেটের জন্য উল কাটেন। পুরুষরা তারপর কার্পেট তাঁত তৈরি করেন। এরপর নারীরা চরকায় উলকে সুতোয় রূপান্তর করে।ব্যবহৃত রংগুলি প্রধানত প্রাকৃতিক: লাল, নীল, বাদামি এবং সাদা রঙের উপাদান থেকে উৎপন্ন হয়। যার মধ্যে ম্যাডার, নীল, লেটুস পাতা, আখরোটের চামড়া, চেরি স্টেম এবং ডালিমের চামড়া রয়েছে।নারীরা নকশা, রঙ নির্বাচন এবং বুননের কাজ করে। তাদের যাযাবর জীবনের দৃশ্যপট কার্পেটে ফুটে উঠে। তারা কোনো কার্টুন (ডিজাইন) ছাড়াই বুনতে পারে – কোনো তাঁতি একই ডিজাইনের দুটি কার্পেট বুনতে পারে না। কার্পেট তৈরি করতে রঙিন সুতা উলের জালের সাথে বাঁধা হয়। শেষ করার জন্য, পাশগুলি সেলাই করা হয়। নকশাগুলিকে প্রাণবন্ত করার জন্য অতিরিক্ত উল পুড়িয়ে ফেলা হয় এবং সবশেষে কার্পেটটি সন্দরভাবে পরিষ্কার করা হয়।কাশানে কার্পেট বুননব্রিটানিকার মতে, ইরানের রেশম কেন্দ্র কাশানে ফিগার মোটিফ সহ দামি সিল্কের কার্পেট (যেমন ভিয়েনার অস্ট্রিয়ান মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টের সিল্ক হান্টিং কার্পেট) বোনা হয়।‘কাশানে কার্পেট বুননের ঐতিহ্যগত দক্ষতা’ ২০১০ সালে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় স্থান পায়।ইরানের কার্পেট মিউজিয়াম১৯৭৮ সালের ১১ ফেব্রুয়ারি তেহরানে ইরানের কার্পেট মিউজিয়াম চালু করা হয়। জাদুঘরটিকে সব ধরনের সংস্কৃতি এবং শিল্পপ্রেমীদের জন্য কার্পেট সম্পর্কে গবেষণার একটি চমৎকার উৎস হিসাবে বিবেচনা করা হয়। এই আকর্ষণীয় জাদুঘরে, আপনি বিভিন্ন ধরনের পারস্যের কার্পেটের সংগ্রহ দেখতে পাবেন।তাবরিজ কার্পেট মিউজিয়াম২০১৬ সালে ওয়ার্ল্ড ক্রাফট ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত তাবরিজকে কার্পেট বুননের বিশ্ব নৈপুণ্যের শহর হিসেবে ঘোষণা করে।প্রাদেশিক পর্যটন প্রধান আহমদ হামজেহজাদেহ জানুয়ারির মাঝামাঝি সময়ে জানান, তাবরিজে একটি কার্পেট মিউজিয়াম নির্মাণের কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের মধ্যে জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: