ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠায়নি ইরান: আবার নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন। তিনি এ সংঘাত অবসানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, চলমান এ যুদ্ধে ইরান কোনো পক্ষের কাছে সমরাস্ত্র পাঠায়নি।
তিনি গতকাল (রোববার) তেহরান সফররত পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি পাওয়েল জ্যাবলোনস্কির সঙ্গে এক বৈঠকে একথা জানান। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্যই সেখানকার কোনো পক্ষকে সমরাস্ত্র দেয়নি তেহরান।
ইরান বহুবার পশ্চিমা গণমাধ্যমের এই প্রচারণা প্রত্যাখ্যান করেছে যে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করেছে।
বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পোল্যান্ডের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, দু’দেশের জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মেনে চলা উচিত নয়।এ সময় পোল্যান্ডের এই কূটনীতিক ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।# পার্সটুডে
.