আল-আকসা অভিযানের দিনটি ইহুদিবাদী ইসরাইলের জন্য নাকবা দিবস
'আল-আকসা তুফান' অভিযানের দিনটি ফিলিস্তিনি জনগণের জন্য আল বারাকা দিবস আর ইহুদিবাদী ইসরাইলের জন্য নাকবা দিবস হিসাবে বিবেচনা করা উচিত।
'আল-আকসা তুফান' অভিযানের দিনটি ফিলিস্তিনি জনগণের জন্য আল বারাকা দিবস আর ইহুদিবাদী ইসরাইলের জন্য নাকবা দিবস হিসাবে বিবেচনা করা উচিত। আল-আকসা তুফান অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে তেহরানের জুমা খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারি এই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন: আল-আকসা তুফান হল সময়ের একটি ঐতিহাসিক মোড় নেওয়া বৃহৎ অভিযান। এখন থেকে এ অঞ্চল এবং বিশ্বের ইতিহাসকে কাল বিভাজনের ক্ষেত্রে ৭ অক্টোবরের আগে এবং পরে বলে নির্ধারণ করা উচিত।
জুমার খতিব আরও বলেন: আল-আকসা ঝড় অভিযানের কারণ হল ৭৫ বছরের দখলদারিত্ব এবং ১৬ বছরের অবরোধের জেরে ইহুদিবাদ, আমেরিকা ও ইউরোপসহ বিশ্ব লবির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো। মানুষের ওপর হত্যাকাণ্ড চালানো, মানব জীবনকে অপমানিত করার মধ্যেই তাদের পরিচয় নির্ভরশীল বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম।
.তিনি বলেন: সাম্প্রতিক ঘটনায় পশ্চিমাদের উদার গণতন্ত্রের আসল চেহারা উন্মোচিত হয়েছে। পুরো বিশ্ব দেখেছে আমেরিকা এবং ইউরোপীয়রা কীরেকম ভীত-সন্ত্রস্ত হয়ে অধিকৃত ভূমিতে পৌঁছেছে। কিন্তু ক্যান্সারে আক্রান্ত, মুমূর্ষু ইহুদিবাদী ইসরাইলের মেরুদণ্ড সাম্প্রতিক অভিযানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না।#
পার্সটুডে
.