আলোচনা করতে ইরান এসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া। গতকাল (সোমবার) পাস হওয়া ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
আজ দুপুরের পরপরই ইসমাইল হানিয়া তেহরান পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসমাইল হানিয়া ও হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভেতরে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং গাজা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের আগ্রাসন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা।
গত ৭ অক্টোবর গাজা এবং ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর ইরান তার সমস্ত কূটনৈতিক শক্তি ব্যবহার করে এই যুদ্ধ বন্ধ এবং সেখানে দ্রুত মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টা চালিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার একদিন পরই হানিয়ার তেহরান সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। যুদ্ধ শুরুর পর এ নিয়ে হামাস নেতা দ্বিতীয়বারের মতো তেহরান সফর করলেন। এর আগে তিনি নভেম্বর মাসে তেহরান সফর করেন এবং সে সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেন।#
পার্সটুডে