আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের চুক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে তা নিতান্তই মানবিক বিষয়, এ নিয়ে রাজনীতিকীকরণ করা উচিত হবে না।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে তা নিতান্তই মানবিক বিষয়, এ নিয়ে রাজনীতিকীকরণ করা উচিত হবে না। গতকাল (রোববার) শেষ বেলায় তিনি এক বিবৃতিতে একথা বলেন।
আমেরিকার একজন সরকারি কর্মকর্তা এই চুক্তির কথা অস্বীকার করার পর তার প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়টি ইরান সম্পূর্ণভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে; একে কোনভাবে রাজনীতির খেলা বানানো উচিত হবে না।
নাসের কানয়ানি জানান, "বন্দী বিনিময়ের জন্য গত মার্চ মাস থেকে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে চুক্তি সই হয়েছে। আমেরিকার পক্ষ থেকে পরিচিত করে দেয়া একজন প্রতিনিধি এই চুক্তিতে সই করেন কিন্তু নানান অজুহাতে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত সে চুক্তি কার্যকর করেনি।"
এই চুক্তির সর্বশেষ অবস্থা জানার জন্য দুই পক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরোক্ষভাবে বার্তা আদান প্রদান করেছে। নাসের কানয়ানির এই বক্তব্যের আগে ইরানের হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানান, ইরান ও আমেরিকা একটি বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে।#
পার্সটুডে
.