• Nov 13 2024 - 12:57
  • 2
  • : 1 minute(s)

আমাদের জন্য এ অঞ্চলে মার্কিনীদের তৎপরতা গুরুত্বপূর্ণ, তাদের নির্বাচন নয়: বাকায়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুরুত্বের সঙ্গে বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো-এ অঞ্চলে তাদের তৎপরতা, গাজা ও লেবাননে ইহুদিবাদীদের অপরাধ এবং ইরানের ব্যাপারে তাদের নীতি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুরুত্বের সঙ্গে বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো-এ অঞ্চলে তাদের তৎপরতা, গাজা ও লেবাননে ইহুদিবাদীদের অপরাধ এবং ইরানের ব্যাপারে তাদের নীতি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন: আমেরিকান জনগণের ভোটদানের ধরণ পর্যালোচনা ও তদন্তের দাবি রাখে। নি:সন্দেহে বিষয়টি তাদের নিজ দেশের সাথেই সম্পর্কিত। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল এ অঞ্চল এবং ইরানের সাথে তাদের সম্পর্ক ও তৎপরতা।

পার্সটুডে আরো জানিয়েছে, বাকায়ি বলেছেন: বাস্তবতা হলো বিগত ৪ বছর ধরে ইরানের বিরুদ্ধে আমেরিকার বৈরী নীতি অব্যাহত ছিল। মার্কিন সরকার পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার বিষয়ে নির্বাচনি প্রচারকালে যে প্রতিশ্রুতি এবং দাবি করেছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজা এবং লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ অব্যাহত রাখার বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন: ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ অব্যাহত রাখা এবং বিস্তারের প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদীদের প্রতি আমেরিকার সমর্থন, তাদেরকে অস্ত্র দেওয়া এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে ইহুদিবাদীদের বিরুদ্ধে কোনো রেজুলেশন পাস করতে বাধা দেওয়া।

সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের ইরান সফরের কথা উল্লেখ করে বাকায়ি বলেন: ইরান-সৌদি আরব আলোচনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তা পর্যায়ের সফর অব্যাহত রয়েছে। সৌদি আমরা আশা করি সকল ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদার করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি হবে।

ইরান ও জার্মানির মধ্যে সম্পর্কের সর্বশেষ অবস্থা সম্পর্কেও জনাব বাকায়ি কথা বলেন। জার্মানিতে বসবাসরত ইরানি নাগরিকদের কনস্যুলার পরিষেবার বিধান নিশ্চিত করতে জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার ইসরাইলি হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: কর্মকর্তাদের হত্যার হুমকি আইনগত ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অন্যায়।  দখলদার ইসরাইল যে আন্তর্জাতিক কোনো নিয়মনীতির ভ্রুক্ষেপ করে না-এই হুমকি  তার প্রমাণ। আন্তর্জাতিক সমাজের উচিত এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: