• Jul 12 2023 - 08:17
  • 56
  • : 1 minute(s)

আফ্রিকার তিন দেশ সফরে গেলেন প্রেসিডেন্ট রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আফ্রিকার তিনটি দেশ সফরে গেছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আফ্রিকার তিনটি দেশ সফরে গেছেন। এ সফরে তিনি কেনিয়া, উগান্ডা এবং জিম্বাবুয়ে যাবেন।

এই তিন দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর ইরানের প্রেসিডেন্ট আফ্রিকা সফরে বের হলেন।আশা করা হচ্ছে- ইরানি প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে তেহরানের সঙ্গে বন্ধুপ্রতিম এই তিন দেশের সম্পর্ক আরো উন্নত হবে এবং রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়বে।

আফ্রিকা সফরে রওয়ানা দেয়ার আগে প্রেসিডেন্ট রায়িসি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, যেখানে অন্য দেশগুলো আফ্রিকার দেশগুলোকে ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে দেখে থাকে সেখানে ইরান এসব দেশের সাথে মানবিক মর্যাদা এবং সমন্বয়ের ভিত্তিতে সহযোগিতামূলক সম্পর্ক রাখে।

তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরান আফ্রিকার দেশগুলোর সঙ্গে খুবই ইতিবাচক সম্পর্ক রক্ষা করে আসছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, আফ্রিকার দেশগুলোতে যে বিপুল সম্পদ এবং মেধা রয়েছে তা ইরানের বিরাট সক্ষমতার সঙ্গে বিনিময় হতে পারে। তিনি জানান, আফ্রিকার এ তিন দেশ সফরের সময় কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতামূলক চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে বিপুল সম্ভাবনা কাজে লাগানোর কথাও বলেন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে ইরানের বর্তমানে যে বাণিজ্য তা আরো অনেক বেশি বাড়ানো সম্ভব বলে জানান প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: