• Dec 13 2022 - 12:01
  • 90
  • : Less than one minute

আফ্রিকায় ইরানের রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২১ নভেম্বর) আফ্রিকাতে ইরানের রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ।

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম আট মাসে (২১ মার্চ থেকে ২১ নভেম্বর) আফ্রিকাতে ইরানের রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। শনিবার ইরান ও আফ্রিকান মার্চেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রুহুল্লাহ লাতিফি এই তথ্য জানিয়েছেন।

লাতিফির মতে, ইরানি ব্যবসায়ীরা উল্লিখিত আট মাসের মধ্যে আফ্রিকান দেশগুলিতে ৯৯০ দশমিক ৫৬৯  মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১৮ লাখ ৪৪ হাজার ৬০১ টন পণ্য রপ্তানি করেছে। খবর আইআরআইবির।

কর্মকর্তা জানান, ইরান-আফ্রিকার মধ্যে আট মাসে মোট বাণিজ্য হয়েছে ১ দশমিক ০৫৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ১ দশমিক ৯১৪ মিলিয়ন টন পণ্যের। এর মধ্যে ইরানের আমদানির পরিমাণ ছিল ৬৯ হাজার ০৩১ টন, যার মূল্য ৬৬ মিলিয়ন ডলার।

লতিফি বলেন, ইরান ও আফ্রিকার ৩৮টি দেশের মধ্যে বাণিজ্য ওজনের দিক থেকে ১০ দশমিক ৫ শতাংশ এবং মূল্যের দিক থেকে ৩৯ শতাংশ বেড়েছে।

ওজন ও মূল্যের দিক থেকে আফ্রিকা থেকে আমদানিও বেড়েছে যথাক্রমে ৭৭ শতাংশ এবং ৯৮ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: