• Jan 16 2024 - 10:37
  • 41
  • : Less than one minute

আন্তর্জাতিক সামুদ্রিক পরিবেশ গবেষণা কেন্দ্র চালু করবে ইরান

ইরানের ভাইস প্রেসিডেন্ট আলী সালজেগে বলেছেন, দেশটি হরমুজ প্রণালী অঞ্চলের হরমুজ দ্বীপে একটি আন্তর্জাতিক সমুদ্র পরিবেশ গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট আলী সালজেগে বলেছেন, দেশটি হরমুজ প্রণালী অঞ্চলের হরমুজ দ্বীপে একটি আন্তর্জাতিক সমুদ্র পরিবেশ গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
 
পার্স এনার্জি স্পেশাল ইকোনমিক জোনে শীর্ষ পরিবেশগত প্রকল্পগুলি চালু করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই তথ্য জানান। সালজেগে পরিবেশ বিভাগেরও (ডিওই) প্রধান।
 
তিনি বলেন, “যেহেতু মানুষ পার্স এনার্জি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের এলাকায় বসবাস করছে, এই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সুরক্ষার জন্য পরিবেশ দূষণকারী পদার্থ অপসারণ অপরিহার্য।” সূত্র: মেহর নিউজ
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: