• Sep 18 2023 - 08:13
  • 70
  • : Less than one minute

আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজই প্রেসিডেন্ট রায়িসি তার সফরসঙ্গীদের নিয়ে বিমানে উঠবেন বলে কথা রয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন রায়িসি। এছাড়া তিনি আমেরিকায় বসবাসকারী ইরানিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও নিয়মিত সেখানে অবস্থিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট।

ইসলামি ইরানের প্রায় সব প্রেসিডেন্টই সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে যৌক্তিক বক্তব্য দিয়েছেন, তাদের এসব বক্তব্য বিশ্ববাসীকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#  

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: