আইস ক্লাইম্বিং বিশ্বকাপে সোনা জিতলেন ইরানের সাফদারিয়ান
ইরানের মোহাম্মদরেজা সাফদারিয়ান শনিবার কোরিয়ার চেওংসোং-এ ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফেডারেশন (ইউআইএএ) আইস ক্লাইম্বিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন।
ইরানের মোহাম্মদরেজা সাফদারিয়ান শনিবার কোরিয়ার চেওংসোং-এ ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফেডারেশন (ইউআইএএ) আইস ক্লাইম্বিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন।
তিনি ১৫ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের লিড ফাইনালে শীর্ষ স্থান দখল করেন। তার পরে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন মঙ্গোলিয়ার খেরলেন নিয়ামদু (১৫ দশমিক ৯৯) এবং কোরিয়ান হাইওংসুব লিম (১৮ দশমিক ৬৭)।
২০২৩/২৪ মৌসুমের উদ্বোধনী ইউআইএএ আইস ক্লাইম্বিং বিশ্বকাপ ১২-১৪ জানুয়ারি পর্যন্ত চেওংসোং-এ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার ভেন্যু গত এক দশক ধরে নিয়মিত বিশ্বকাপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক।
ইভেন্টটি ১৬টি দেশের মোট ৮৮জন ক্রীড়াবিদকে একত্রিত করেছে। স্বাগতিক দেশ দক্ষিণ কোরিয়া ২৫ জন ক্রীড়াবিদ নিয়ে সবচেয়ে বড় দল। সূত্র: তেহরান টাইমস