আইএসসি বিষয়ভিত্তিক র্যাংকিংয়ে বিশ্বসেরায় ইরানের ৪৩ বিশ্ববিদ্যালয়
ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সিটেশন সেন্টার (আইএসসি) ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করেছে।
ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সিটেশন সেন্টার (আইএসসি) ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়গুলির বিষয়ভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র্যাঙ্কিংয়ে ইরানের ৪৩টি বিশ্ববিদ্যালয় ইসলামী দেশগুলির শীর্ষ ২৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।এর আগে ২০২২ সালে বিষয়ভিত্তিক আইএসসি র্যাঙ্কিংয়ে ইসলামী দেশগুলির শীর্ষ ২২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪৪টি ইরানী বিশ্ববিদ্যালয় স্থান পায়।
প্রাকৃতিক বিজ্ঞানে তেহরান বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৩০১ থেকে ৩৫০), আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি, তারবিয়াত মোদাররেস ইউনিভার্সিটি এবং তেহরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স (উভয়টির বৈশ্বিক র্যাঙ্কিং ৫০১ থেকে ৬০০) দেশে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী রাসায়নিক বিজ্ঞানে ১৩০তম এবং পৃথিবী ও সম্পর্কিত পরিবেশ বিজ্ঞানে ১২৮তম স্থানে রয়েছে। সূত্র-তেহরান টাইমস