• Sep 21 2025 - 09:26
  • 9
  • : Less than one minute

অস্কারে যাচ্ছে ইরানি চলচ্চিত্র “কজ অফ ডেথ: আননোন”

আলী জারনেগার পরিচালিত মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার “কজ অফ ডেথ: আননোন” আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পাঠাবে ইরান।

আলী জারনেগার পরিচালিত মনস্তাত্ত্বিক রহস্য থ্রিলার “কজ অফ ডেথ: আননোন” আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পাঠাবে ইরান। চলচ্চিত্রটি ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, সংস্কৃতি ও ইসলামিক দিক-নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফারাবি সিনেমা ফাউন্ডেশনের নির্বাচন কমিটি গত অক্টোবর থেকে স্থানীয়ভাবে প্রদর্শিত সব যোগ্য চলচ্চিত্র মূল্যায়ন করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নয় সদস্যের কমিটি ২০২৬ সালের অস্কারে ইরানকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে সর্বসম্মতিক্রমে “কজ অফ ডেথ: আননোন” ছবিটি বেছে নেয়।

প্যানেলে ছিলেন ইরানের চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে পরিচালক আবুলহাসান দাউদি এবং মোস্তফা কিয়াই, তথ্যচিত্র নির্মাতা আজাদ মুসাভি, অভিনেত্রী পানতেয়া পানাহিহা, অভিনেতা আলী দেহকোরদি, চিত্রনাট্যকার ফারহাদ তোহিদি, চিত্রগ্রাহক হুমান বেহমানেশ, সাউন্ড ডিজাইনার মোহাম্মদ রেজা দেলপাক এবং ফারাবির আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি মোহাম্মদ রেজা তাশাকোরি।

অন্যান্য চূড়ান্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল ওকতেয় বারাহেনী পরিচালিত “দ্য ওল্ড ব্যাচেলর”, সাইদ রুস্তাই পরিচালিত “উইম্যান অ্যান্ড চাইল্ড”, রাসুল সদর আমেলি পরিচালিত “কল মি জিবা” এবং হেসাম ফারাহমান্দ পরিচালিত “রাহা”। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: