অন্নপূর্ণার চূড়ায় পৌঁছেছেন ইরানি নারী হেসামিফার্দ
ইরানি নারী পর্বতারোহী আফসানেহ হেসামিফার্দ রোববার নেপালের অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের শীর্ষে উঠেছেন।
ইরানি নারী পর্বতারোহী আফসানেহ হেসামিফার্দ রোববার নেপালের অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের শীর্ষে উঠেছেন।
তিনি অন্নপূর্ণা চূড়ায় ৮ হাজার ৯১ মিটার (২৬,৫৪৫-ফুট) উচ্চতায় পৌঁছেছেন। পর্বতশৃঙ্গটিতে ওঠা তিনিই হলেন প্রথম ইরানী নারী।
হেসামিফার্দ এর আগে মাউন্ট এভারেস্ট এবং কে-টু জয় করেছেন।অন্নপূর্ণা পর্বতটি উত্তর-মধ্য নেপালের গন্ডাকি প্রদেশের অন্নপূর্ণা পর্বতশ্রেণীতে অবস্থিত।
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৯১ মিটার উচ্চতায় বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত। বিপজ্জনক হিসেবেও এটি সুপরিচিত। সূত্র: তেহরান টাইমস।
.