আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

  • : Nov 20 2025
  • : Nov 20 2025
  • : ঢাকা
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

ইরানের বিশ্ববিখ্যাত ক্বারী শায়েখ হামেদ শাকের নেজাদ, ক্বারী শায়েখ আবুল কাসেমী, ক্বারী শায়েখ সাইয়েদ জাসেম মুসাওয়ী ও শিশু ক্বারী মুহাম্মদ রেজা পুরসাফার এবং অন্যান্য দেশের স্বনামধন্য ক্বারিগণের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন। কারিগণের অসাধারণ তেলাওয়াত শ্রোতা-দর্শকদের অন্তর ছুঁয়ে যায়।

:

:

:

: