এজেন্সি
ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার

ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার

ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার

ইরানি মিনিয়েচারের যে আলংকারিক উপাদানগুলোকে স্মরণ করা হয়ে থাকে ইরানি শিল্পে সেগুলোর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানে এই শিল্পের শৈলী এবং নির্দশনগুলো অনেক পুরানো এবং এগুলোই প্রথম সারির শিল্পীদেরকে প্রশিক্ষিত করে তুলেছে।

ইতিহাস জুড়ে ইরানি চিত্রকলা বিভিন্ন মহাকাব্য,গীতিকবিতা,রহস্যময় ও নৈতিক বিষয়াবলিকে অন্তর্ভুক্ত করেছে এবং এতে দার্শনিক-অতীন্দ্রিয় চিন্তার লক্ষণ রয়েছে যা ইরানি চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চিত্রকলার পিছনে রয়েছে প্রাচ্য মনন,যা ইউরোপীয় চিত্রণ দৃষ্টিভঙ্গি থেকে একেবারেই আলাদা;প্রাচ্যের মনন দর্শকের চাহিদাকে বিবেচনা করে। বেশিরভাগ ইরানি চিত্রকর্ম ফারসি কবিতা দ্বারা অনুপ্রাণিত,যেখানে রহস্যবাদ প্রধান ভূমিকা পালন করেছে। রহস্যময় ভাষা একটি সর্বজনীন ভাষা। ইরানি চিত্রকলায় একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিকতা রয়েছে যা স্পষ্ট অনুভূতি প্রকাশের সীমাবদ্ধতার কারণে লুক্কায়িত আছে বলে মনে হয়।

ইরানি চিত্রকলার জনক হলেন কামাল-ওল-মোলক আর হোসেইন বেহজাদ,মাহমুদ ফারশচিয়ান,মোর্তাজা কাতোজিয়ান,নাসরিন খোসরাভি,মোহাম্মদ আলী তারকিজা,ইরান দারূদি প্রমুখ হলেন স্বনামধন্য ইরানি চিত্র ও মিনিয়েচার শিল্পী এবং তাঁদের অনেকেরই নিজস্ব শৈলী রয়েছে।

ক্ষুদ্রচিত্র বা মিনিয়েচার
May 23 2022

:

:

:

: