‘দ্য’ (আমার মা)শীর্ষক বই প্রকাশ
ইরান-ইরাক যুদ্ধের উপর ‘দ্য’ (আমার মা) নামে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে।
ইরান-ইরাক যুদ্ধের উপর ‘দ্য’ (আমার মা) নামে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের তত্ত্বাবধানে বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। ফারসি ভাষা থেকে বইটি বাংলায় অনুবাদ করেছেন ড. এম আব্দুল কুদ্দুস বাদশা। এটি ইরানের পবিত্র প্রতিরোধ যুদ্ধের রণাঙ্গন থেকে বর্ণিত মাত্র সতেরো বছরের এক তরুণীর জীবন্ত ভাষ্য। গ্রন্থটির শিরোনাম ‘দ্য’। লেখিকা মাকে দ্য বলে ডাকতেন। এটি আশির দশকে ইরান-ইরাক সীমান্তে প্রায় এক দশক ধরে চলা প্রতিরোধ যুদ্ধের প্রত্যক্ষ বিবরণ। এ যুদ্ধ দ্য’র সবকিছু কেড়ে নিয়ে যায়। স্বজনহারা মানুষগুলোর সেই গভীর মনোবেদনা আর স্বতঃস্ফ‚র্ত আত্ম-ত্যাগের গৌরবগাথা ধারালো কলমের আঁচড়ে সাহিত্যের মাধুরি মিশে স্বচ্ছ ছবির মতো ফুটে উঠেছে এর প্রত্যেকটি ছত্রে। বিশেষজ্ঞদের মতে পবিত্র প্রতিরোধ যুদ্ধের সাহিত্যকে ‘দ্য’ প্রকাশিত হওয়ার আগের ও পরের- এই দুই অধ্যায়ে ভাগ করে দেখা উচিত। ফারসি ভাষায় বৃহত্তর কলেবরে রচিত গ্রন্থটি বিগত কয়েক বছরে ইরানের সর্বাপেক্ষা অধিক বিক্রিত একটি গ্রন্থ। সূরেয়ে মেহের প্রকাশনী থেকে গ্রন্থটি স্বল্প সময়ের মধ্যে এ পর্যন্ত ১৬০ বার পুনর্মুদ্রিত হয়েছে। লেখিকা সাইয়্যেদা যাহরা হোসেইনি তার তরুণ বয়সে ঘটে যাওয়া যুদ্ধের প্রত্যক্ষ নির্মমতাগুলো স্মৃতির পাতা থেকে কুড়িয়ে এনেছেন, বাদ দেননি সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো কিছুই। তারপর নিবিড় যত্নে পরম নিষ্ঠায় সেগুলো গ্রন্থবদ্ধ করেছেন সুন্দর সাবলীল বর্ণনায়। নিঃসন্দেহে বলা যায় হৃদয়বিদারক অনুভবের ভাবাবেগগুলোকে শৈল্পিক লেখনির উৎকর্ষে মণ্ডিত করার সাফল্যই এই গ্রন্থটি অনবদ্য ও আকর্ষণীয় হয়ে ওঠার পেছনে প্রধান ভ‚মিকা রেখেছে। গ্রন্থটির বিষয়বস্তুর ধরন অনেকটা রোমাঞ্চকর উপন্যাসের সদৃশ,যা যুদ্ধের তিক্ত ও ভয়াবহ ঘটনাপ্রবাহ সবিস্তরে বর্ণনার মাধ্যমে অগ্রসর হয়েছে। কিন্তু এর পুরো বিষয়বস্তুই রচিত বাস্তব ঘটনাবলির উপর ভিত্তি করে। বইটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশা করছি।
.