‘চুক্তি চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত চাহিদা থেকে সরে যেতে হবে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত দাবি-দাওয়া থেকে সরে যেতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত দাবি-দাওয়া থেকে সরে যেতে হবে। তিনি চীনের তুনশি শহরে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনের অবকাশে তার কাতারি সমকক্ষ আব্দুর-রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
২০১৫ সালে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালে একতরফাভাবে সরে গিয়েছিল এবং এখন সে নিজেই আবার এতে ফিরে আসতে চায়।
আব্দুল্লাহিয়ান বলেন, বিগত মাসগুলোতে ভিয়েনায় বেশ কয়েকটি দেশ দীর্ঘ আলোচনা শেষে পরমাণু সমঝোতায় ফিরে আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমেরিকার মাত্রাতিরিক্ত চাহিদার কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না।
২০২১ সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু করেছিল ইরান। আমেরিকা ২০১৫ সালে স্বা ওই সমঝোতায় সই করলেও ২০১৮ সালে দেশটি এটি থেকে বেরিয়ে যাওয়ার কারণে ভিয়েনা সংলাপে আমেরিকার অংশগ্রহণে আপত্তি তোলে ইরান। ফলে আমেরিকাকে সরাসরি আলোচনার বাইরে রাখা হয় এবং ওই সংলাপে পরোক্ষভাবে অংশ নেয় ওয়াশিংটন।
চলতি মার্চ মাসের গোড়ার দিকে খবর বেরিয়েছিল ভিয়েনায় একটি চুক্তির কাছাকাছি রয়েছে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার কাতারি সমকক্ষকে জানালেন আমেরিকার অত্যধিক দাবির কারণে এই মুহূর্তে সেরকম কিছু হচ্ছে না।-পার্সটুডে
.