• Dec 18 2023 - 12:07
  • 15
  • : 1 minute(s)

হজরত ফাতিমার শাহাদাতের শোকানুষ্ঠান শুরু; অংশ নিলেন সর্বোচ্চ নেতা

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইরানে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানের প্রথম রাত অতিবাহিত হয়েছে।

মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইরানে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানের প্রথম রাত অতিবাহিত হয়েছে।

তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে আয়োজিত আজ প্রথম রাতের (বৃহস্পতিবার রাত) শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। এছাড়াও ঐ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষ অংশগ্রহণের সুযোগ পান।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মোহাম্মাদ রেজা পুরজারগারি।

ইরানের প্রখ্যাত ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ রাতের শোকানুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তিনি আল্লাহর পথে সংগ্রাম বিষয়ক একটি আয়াত তুলে ধরে বলেন, হজরত ফাতিমা (সা. আ.) আল্লাহর পথে সংগ্রামের ক্ষেত্রে আদর্শ দৃষ্টান্ত। তিনি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য সব কিছু স্পষ্ট করার কাজ সুচারুভাবে পালন করে গেছেন। 

আজকের শোকানুষ্ঠানে 'তাওয়াস্সুল' দোয়া পড়েছেন মাহদি সামাওয়াতি এবং শোকগাথা পড়েছেন মাহদি রাসুলি। 
তিনি বলেন, মানব জাতির এই মহীয়সী নারী ও তার গৃহ থেকে তরুণদের জন্য শিক্ষা হচ্ছে ভরপুর যৌবনকালেও নিজেদেরকে পুণ্য কাজ, মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বের এমন পর্যায়ে উন্নীত করা সম্ভব যা নবী-রাসূল ও ইমামদের ছাড়া আর কারো সাথে তুলনাযোগ্য নয়। 

করোনার তীব্রতা না থাকলেও অন্য কিছু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে এ বছরের শোকানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা সম্ভব হয়নি। এবারের শোকানুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বাইরেও কিছু লোক অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। 
আরবি ৩ জমাদিউস সানি হচ্ছে হজরত ফাতিমা (সা.)'র শাহাদাৎ দিবস।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: