• Apr 10 2022 - 13:21
  • 112
  • : 1 minute(s)

শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে: রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ শনিবার পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রায়িসি এ মন্তব্য করেন।

আজ (শনিবার) ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট রায়িসি জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রদর্শনীতে অংশ নিয়ে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের অর্জন প্রত্যক্ষ করেন। 

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ( ফারবারদিন) ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়।পারমাণবিক জ্বালানী চক্র সম্পূর্ণ করার ক্ষেত্রে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্মানজনক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই দিনকে ইরান পরমাণু প্রযুক্তির জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে। 

২০০৬ সালের ১০ এপ্রির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু জ্বালানি চক্র সংক্রান্ত প্রযুক্তি পুরোপুরি আয়ত্ব করার বিষয়টি ইরানি বিজ্ঞানীরা ঘোষণা করেন। 

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (শনিবার) রাজধানী তেহরানের সামিট হলে অনুষ্ঠিত পারমাণবিক অর্জনের প্রদর্শনীতে অংশ নিয়ে নয়টি নতুন পারমাণবিক অর্জনের পাশাপাশি অতীতে অন্যান্য ক্ষেত্রে  নানা বৈজ্ঞানিক এবং শান্তিপূর্ণ অর্জন এবং ইরানের বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ পরিদর্শন করেন। ইরানের প্রেস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।   

রায়িসি এ সময় পারমাণবিক ক্ষেত্রে ইরানী যুবক ও তরুণ বিজ্ঞানীদের অগ্রগতিকে আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরতার প্রতীক হিসাবে বর্ণনা করেন এবং এই চেতনাকে দেশের অন্যান্য শিল্প ও কৌশলগত ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।।

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে  তার দেশ  অন্যদের ইচ্ছা বা মতামতের উপর ভিত্তি করে গবেষণা করবে না বলে উল্লেখ করে রাইসি  বলেন, "পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বিজ্ঞানীদের গবেষণামূলক কাজ ত্বরান্বিত করতে সরকার সব ধরনের সহযোগিতর হাত বাড়িয়ে দেবে। সূত্র: পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: