রাশিয়া গেলেন নৌ কমান্ডার; কুচকাওয়াজে অংশ নেবে ইরানের ৩ নৌযান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রাশিয়া সফরে গেছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রাশিয়া সফরে গেছেন।
সেন্ট পিটার্সবুর্গ বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার নৌবাহিনীর কমান্ডারের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল বুরজেঙ্কো। এ সময় মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালিও উপস্থিত ছিলেন। রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবুর্গে যে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠান হবে তাতে অংশ নেয়াই ইরানি কমান্ডারের এই সফরের উদ্দেশ্য।
সেন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠেয় এই কুচকাওয়াজে বিশ্বের ২১টি দেশের সামরিক কর্মকর্তারা অংশ নেবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেখানে উপস্থিত থাকবেন।
এই সফরে ইরানের কমান্ডার রাশিয়ার নৌ প্রধানসহ বেশ কয়েকটি দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের বার্ষিক যৌথ মহড়া আগামীতেও অনুষ্ঠিত হবে বলে শাহরাম ইরানি জানিয়েছেন।
এদিকে, রাশিয়ার নৌবাহিনীর দিবসের কুচকাওয়াজে ইরানের তিনটি নৌযান অংশ নেবে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।#
পার্সটুডে
.