জবাব দিয়েছে আমেরিকা; সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে ইরান
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে।
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের তৈরি খসড়া প্রস্তাব সম্পর্কে ইরান যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল আমেরিকা তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোতে আমেরিকার জবাব ইউরোপের মাধ্যমে ইরানের হাতে পৌঁছেছে।
বুধবার বিকেলে এ খবর জানিয়ে কানয়ানি আরো বলেন, আমেরিকার প্রস্তাবনা সতর্কতার সঙ্গে পর্যালোচনা শুরু করেছে ইরান এবং তা শেষ হলে ইউরোপের কাছে তেহরান নিজের জবাব তুলে ধরবে।
ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের প্রস্তাবনার ব্যাপারে আমেরিকার জবাব ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো হয়েছে। ইরান, ইউরোপ বা আমেরিকার কেউই এসব প্রস্তাবনায় কি ছিল এবং তার জবাবে আমেরিকা কি লিখেছে তা প্রকাশ করেনি।
তবে আমেরিকার জবাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে পলিটিকা ম্যাগাজিন জানিয়েছে, আমেরিকা মূলত ইরানকে অর্থনৈতিক সুবিধা সংক্রান্ত গ্যারান্টি দিয়েছে। সূত্রটি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেছে, ইরান যা চেয়েছিল তার পুরোটা দিতে রাজি হয়নি আমেরিকা। এখন দেখতে হবে ইরান এই জবাবে সন্তুষ্ট হয় নাকি আরো বেশি পাওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
ইউরোপের মধ্যস্থতায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সর্বশেষ আলোচনা গত ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত ভিয়েনায় অনুষ্ঠিত হয়। ওই আলোচনা শেষে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্ভাব্য চুক্তির ব্যাপারে ইউরোপের পক্ষ থেকে একটি চূড়ান্ত প্রস্তাবনা তুলে ধরা হয়।ইরান এক সপ্তাহ পর গত ১৫ আগস্ট ওই প্রস্তাবনার ব্যাপারে নিজের জবাব দেয়। ইউরোপ ইরানের জবাব পর্যালোচনার জন্য আমেরিকার কাছে পাঠায় এবং আমেরিকা প্রায় নয় দিন পর বুধবার এ ব্যাপারে নিজের জবাব তুলে ধরল।
পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চাইলেও তেহরান বলেছে, মার্কিন সরকার ওই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইরান তার সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না।এ কারণে ইউরোপের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
পার্সটুডে
.