• Jan 22 2024 - 09:22
  • 26
  • : Less than one minute

ইরানে চলছে আকাশ প্রতিরক্ষা মহড়া; সাইবার হামলা ঠেকাতে সফল অভিযান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়ার আজ দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়ার আজ দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) থেকে এই মহড়া শুরু হয়েছে।

গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই ১৪০২ নামের এ মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সবিমান বাহিনী এবং আরও কয়েকটি সংশ্লিষ্ট ইউনিট অংশ নিচ্ছে।

সশস্ত্র বাহিনীর যৌথ আকাশ-প্রতিরক্ষা মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস ফারাজপুর আজ দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বলেছেনএই মহড়ায় দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্ররাডারগোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে।

আজ মহড়ার দ্বিতীয় দিনে শত্রুর ইলেকট্রনিক ও সাইবার হামলা মোকাবেলায় নানা কৌশল অবলম্বন করা হয়েছে। এসব উপায় ও কৌশল নানাভাবে কল্পিত শত্রুর বিরুদ্ধে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। শত্রুরা যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে অচল করতে না পারে সে লক্ষ্যে প্রস্তুতি জোরদার করাই আজকের এ সংক্রান্ত মহড়ার লক্ষ্য। 

এছাড়া আজকের মহড়া চলাকালে তুলনামূলক নিচু দিয়ে উড়ে যাওয়া বিভিন্ন লক্ষ্যবস্তুকে স্বল্প পাল্লার 'নাইন দেইক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। ইরান প্রতিবছরই এ ধরণের মহড়া চালিয়ে থাকে।

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: