• Dec 27 2022 - 12:15
  • 76
  • : Less than one minute

ইউএনসিসিডি সদস্য হলেন ইরানের নারী বিজ্ঞানী

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাইবেহ মেসবাহজাদেহকে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টফিকেশন (ইউএনসিসিডি) এর বিজ্ঞান-নীতি ইন্টারফেসের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাইবেহ মেসবাহজাদেহকে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টফিকেশন (ইউএনসিসিডি) এর বিজ্ঞান-নীতি ইন্টারফেসের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।ইউএনসিসিডি সায়েন্স-পলিসি ইন্টারফেস (এসপিআই) ২০১৩ সালে কপ-১১ এ প্রতিষ্ঠিত হয়৷ এসপিআই বৈজ্ঞানিক ফলাফল এবং মূল্যায়নগুলিকে নীতি-প্রাসঙ্গিক সুপারিশমালায় অনুবাদ করার জন্য কাজ করে৷এর মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক প্যানেল এবং সংস্থার সাথে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। এটি বিশ্বব্যাপী নির্বাচিত স্বতন্ত্র বিজ্ঞানী, আঞ্চলিকভাবে মনোনীত স্বতন্ত্র বিজ্ঞানী, নীতিনির্ধারক (সিএসটি ব্যুরো সদস্য) এবং পর্যবেক্ষকদের নিয়ে গঠিত।মেসবাহজাদেহ হলেন ইউএনসিসিডি বিজ্ঞান-নীতি ইন্টারফেসের প্রথম ইরানি সদস্য।গুরুতর খরা অথবা মরুকরণের সম্মুখীন দেশগুলিতে বিশেষ করে আফ্রিকাতে মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতিসংঘের এই কনভেনশন (ইউএনসিসিডি) কাজ করে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: