এজেন্সি
  • Mar 29 2022 - 12:35
  • 265
  • : Less than one minute

শত্রুদের ছোট-খাটো শয়তানির জবাবও হবে বড় ধরণের: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের ছোট-খাটো শয়তানির জবাবও হবে বড় ধরণের।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের ছোট-খাটো শয়তানির জবাবও হবে বড় ধরণের। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতিবিজড়িত অঞ্চল পরিদর্শনের সময় এ কথা বলেন।

সেখানে সমবেত তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমানে ইরান যে সম্মান, মর্যাদা ও স্বাধীনতা অর্জন করেছে তার পেছনে রয়েছে মহান শহীদদের সাহসিকতা। তাদের আত্মত্যাগের কারণেই ইরান বর্তমান অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান জেনারেল সালামি।

আইআরজিসি'র প্রধান আরও বলেন, ইরানের বর্তমান শক্তির ভিত্তি অত্যন্ত দৃঢ়। এই দৃঢ়তা এবং উন্নতির পেছনে শহীদদের গৌরবোজ্জ্বল ভূমিকা অনস্বীকার্য।

ইরাকের বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতিবিজড়িত সীমান্ত অঞ্চলগুলো ইরান অত্যন্ত যত্মের সঙ্গে সংরক্ষণ করছে। সেখানে রয়েছে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র যা দেখে সাধারণ মানুষ এর ইতিহাস সম্পর্কে জানতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কমান্ডারেরাও নিয়মিত ঐ অঞ্চল পরিদর্শন করেন।#  

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: