এজেন্সি
  • Mar 27 2022 - 15:02
  • 196
  • : 1 minute(s)

নওরোজের ছুটিতে আলি সদর গুহা ভ্রমণ

ইরানের পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামেদান প্রদেশের দর্শনীয় স্থান আলি সদর পানির গুহা।

ইরানের পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামেদান প্রদেশের দর্শনীয় স্থান আলি সদর পানির গুহা। করোনাভাইরাসজনিত কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় ভূ-দৃশ্যটি। নওরোজ তথা ইরানি নতুন বছরের দীর্ঘ ১৩ দিনের ছুটির সময় এটি খোলা থাকবে। এবছর ২১শে মার্চ থেকে নওরোজের ছুটি শুরু হয়েছে।

হামেদানের গভর্নর আলিরেজা কাসেমি-ফারজাদ বলেন, ‘‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আলি সদর গুহা দুই বছরের জন্য বন্ধ ছিল। তবে এটি পর্যটক এবং নওরোজ ভ্রমণকারীদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।’’

কাসেমি-ফারজাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, যারা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন কেবল তাদের গুহা ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে কঠোর স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের নিয়ম মেনে ভ্রমণ করতে হবে। কর্মসংস্থান, সম্পদ তৈরি করা এবং পর্যটনের মাধ্যমে অঞ্চলের মূল্য বৃদ্ধি করা প্রদেশের প্রধান অগ্রাধিকারগুলোর অন্যতম বলে উল্লেখ করেন তিনি।

আলি সদর পানির গুহা দেশি এবং বিদেশি দর্শনার্থী, গবেষক, ইতিহাসপ্রেমী এবং ডে-ট্রিপারদের জন্য একটি শীর্ষ পর্যটন গন্তব্য। বিশাল গুহাটি পানিতে ভরা। জুরাসিক যুগ থেকে এটির অস্তিত্ব পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। স্থানটির নজর-কাড়া সুন্দর্য দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। দীর্ঘ গুহার প্রবেশদ্বার হামাদান থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: