এজেন্সি
  • Mar 27 2022 - 15:05
  • 194
  • : Less than one minute

উত্তর-পশ্চিম ইরানে মেডিকেল পর্যটন কেন্দ্র চালু

উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি চিকিৎসা পর্যটন কেন্দ্রের প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি চিকিৎসা পর্যটন কেন্দ্রের প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটিতে ৩শ বিলিয়ন রিয়াল ( ১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছে। কেন্দ্রটি চালু হলে ৩০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে অনুমান করা হচ্ছে। প্রাদেশিক পর্যটন প্রধান জলিল জাবারি এই ঘোষণা দেন।

পশ্চিম আজারবাইজান বিভিন্ন রকমের মনোরম প্রাকৃতিক দৃশ্য, সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং জাদুঘরে ভরপর। এর মধ্যে রয়েছে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তখত-ই সোলেমান এবং কারেহ ক্লিস (সেন্ট থাডেউস মনাস্ট্রি), টেপে হাসানলু এবং ধ্বংসপ্রাপ্ত বাস্তাম সিটাডেল।

অঞ্চলটি বেশ কয়েকটি প্রাচীন সভ্যতার আবাসস্থল। ব্রিটানিকার মতে, খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট অঞ্চলটি জয় করেন এবং আলেকজান্ডারের একজন সেনাপতি অ্যাট্রোপেটস সেখানে একটি ছোট রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে এর নামকরণ করা হয় অ্যাট্রোপেটেন। শেষ পর্যন্ত খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে এলাকাটি সাসানীদের অধীনে পারস্য (ইরানি) শাসনে ফিরে আসে। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: