ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী
ইসলামী বিপ্লবের ৪৩ তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী।
ইসলামী বিপ্লবের ৪৩ তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। আগামী ১৩ই ফেব্রুয়ারি রোববার বিকেল ৩ টায় চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী বিপ্লব পরবর্তী ইরানি চলচ্চিত্র নিয়ে আলোচনায় অংশ নিবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুস সবুর খান ও ড. মো. মুমিত আল রশীদ।চলচ্চিত্র প্রদর্শনী চলবে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টায় একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।