এজেন্সি

ইরানে আন্তর্জাতিক গল্প বলার উৎসবের চূড়ান্ত পর্ব আজ

  • : Dec 16 2021
  • : Dec 21 2021
  • : তেহরান
ইরানে আন্তর্জাতিক গল্প বলার উৎসবের চূড়ান্ত পর্ব আজ

ইরানে গল্প বলার আন্তর্জাতিক উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ।

ইরানে গল্প বলার আন্তর্জাতিক উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ। বছরের দীর্ঘতম রাত ‘শাবে ইয়ালদা’কে ঘিরে সাজানো হয়েছে এই উৎসবের চূড়ান্ত পর্ব।  গত বৃহস্পতিবার সীমিত সংখ্যক ইরানি অতিথির উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের উৎসবের উদ্বোধন করা হয়।

করোনাভাইরাস মহামারির কারণে আগের বছরের মতো এবারের উৎসব অনলাইনে চলছে। প্রতি বছর ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (আইআইডিসিওয়াইএ-কানুন) এই উৎসবের আয়োজন করে। ইভেন্টে সারা বিশ্ব থেকে ২০জনের অধিক গল্পকার এবং বিপুল সংখ্যক ইরানি কথক অংশগ্রহণ করছেন।

গল্প বলার পারফরম্যান্সগুলো কানুন-এর ওয়েবসাইট, ইন্সটাগ্রাম এবং ইরানের ভিডিও শেয়ারিং পরিষেবা অ্যাপারাতে অনলাইনে সম্প্রচার করা হয়।

কানুন এর উপ-পরিচালক মাহমুদ মোরাভভেজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “গল্প বলার ঐতিহ্য মানুষের অস্তিত্বের শুরুর ইতিহাসের সাথে জড়িত এবং ইতিহাসের বিভিন্ন সময়কালে মানুষের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণের একটি প্রধান মাধ্যম ছিল এটি।”

তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এবং আধুনিক প্রযুক্তির উন্নয়ন কখনই গল্প বলার ক্ষেত্রে ছায়া ফেলেনি।

উল্লেখ্য, ‘শাবে ইয়ালদা’ ইরানি পরিবার ও বন্ধুদের একত্র হয়ে মূল্যবান সময় কাটানোর একটি সোনালি রাত। এদিন সবাই মিলে ধুমধাম করে বছরের দীর্ঘতম রাত উদযাপন করা হয়। প্রতিবছর ২১ই ডিসেম্বর ইরানে রাতটি উদযাপিত হয়।করুণাময় এই রাতে ইরানিদের কাছে শীতকালীন শীতলতা যেন পরাজিত হয়। ভালোবাসার উষ্ণতা পুরো পরিবারকে আলিঙ্গন করে। আত্মাগুলো একে অপরের আরও বেশি ঘনিষ্ঠ হয়ে ভালোবাসা বিনিময়ে মেতে ওঠে।

২১ই ডিসেম্বরের এই রাতে বিদেশে বসবাসরত ইরানিদের জন্য রয়েছে চমতকার কিছু সুযোগ। তারা এদিন বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষদের কাছে নিজেদের অসাধারণ ঐতিহ্যকে তুলে ধরতে পারেন। প্রথা ও রীতিনীতি ভাগাভাগি করার মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান। যা আন্তঃসংযুক্তির এই বিশ্বে পারস্পরিক উত্তম বোঝাপড়ার পথ প্রশস্ত করে।



ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: