• Mar 12 2024 - 09:38
  • 35
  • : Less than one minute

সেনাপ্রধান ও আইআরজিসি প্রধানকে 'ফাতহ' মেডেল দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিকে 'ফাতহ' মেডেল প্রদান করেছেন।

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিকে 'ফাতহ' মেডেল প্রদান করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতার তথ্য কেন্দ্র জানিয়েছে- সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা এবং প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির প্রধান কমান্ডারদের এই পদক প্রদান করা হয়।

ইসলামের পথের যোদ্ধাদের বীরোচিত নানা অভিযান ও বিজয়ের প্রতীক হিসেবে এই মেডেলকে বেছে নেওয়া হয়েছে। পদকটিতে তিনটি খেজুর পাতা, খোররামশাহর গ্র্যান্ড মসজিদের গম্বুজ এবং সেইসাথে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: