ইরানের কুর্দিস্তান প্রদেশে বিলো পাহাড়ি অঞ্চলে 'সারস' পাখীর মনোমুগ্ধকর ছবি
ইরানের মারিভান শহরের অদূরে অবস্থিত "বিলো" গ্রাম।
ইরানের মারিভান শহরের অদূরে অবস্থিত "বিলো" গ্রাম।
প্রতি বছর বসন্তে অনুকূল আবহাওয়ার কারণে এখানে অতিথী পাখীর আগমণ ঘটে। সারস পাখীও এই গ্রামের অনেক উঁচু গাছের উপরে তাদের বাসা তৈরি করে এবং গ্রীষ্মের শেষ পর্যন্ত এই এলাকায় অবস্থান করে। এই কারণে বিলো গ্রামে অনেক পর্যটকের সমাগম হয়। সারস পাখীর বাচ্চা জন্মের পর এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ঠান্ডা ঋতু শুরু হওয়ার সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যায়।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন
.