• Sep 4 2022 - 13:18
  • 132
  • : Less than one minute

সামরিক শক্তি সম্পর্কে কারো সঙ্গে আলোচনা হবে না: ইরান

ইরানের সামরিক শক্তি সম্পর্কে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না বরং তেহরান প্রয়োজন অনুযায়ী নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করবে।

ইরানের সামরিক শক্তি সম্পর্কে কারো সঙ্গে কোনো আলোচনা হবে না বরং তেহরান প্রয়োজন অনুযায়ী নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করবে। একথা বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

তিনি গতকাল (শনিবার) তেহরানে এক বক্তব্যে বলেন, একটি দেশের জাতীয় শক্তিমত্তা নির্ভর করে সেদেশের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তির ওপর। আমির হাতামি বলেন, তারপরও এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে একটি দেশের শক্তিমত্তাকে মূলত সেদেশের সামরিক শক্তির ভিত্তিতে নির্ধারণ করা হয়।

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধের ময়দান থেকে অর্জিত অভিজ্ঞতা ও বাস্তবতার আলোকে তার দেশের সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। এছাড়া, যুগের চাহিদা অনুযায়ী এদেশের প্রতিরক্ষা শিল্প সর্বাধুনিক সমরাস্ত্র নির্মাণ করছে এবং প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তির অস্ত্রসস্ত্র উদ্ভাবন করছে। কারো সঙ্গে আলোচনার মাধ্যমে ইরান নিজের এই সক্ষমতার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জেনারেল হাতামি এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। পশ্চিমা দেশগুলো এ আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির লাগাম টেনে ধরতে চায়।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: