• Apr 12 2022 - 12:13
  • 93
  • : 1 minute(s)

লোরেস্তানে সাসানি যুগের দুর্গে পর্যটকদের ঢল

ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদের শতবর্ষের পুরনো দুর্গ ফালাক-ওল-আফলাক। পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির আকর্ষণীয় স্মৃতিসম্ভগুলোর একটি। ফারসি নববর্ষ তথা নওরোজের দুই সপ্তাহের টানা ছুটিতে (২১ মার্চ থেকে ২ এপ্রিল) প্রদেশের সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থী ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করেন।

ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদের শতবর্ষের পুরনো দুর্গ ফালাক-ওল-আফলাক। পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির আকর্ষণীয় স্মৃতিসম্ভগুলোর একটি। ফারসি নববর্ষ তথা নওরোজের দুই সপ্তাহের টানা ছুটিতে (২১ মার্চ থেকে ২ এপ্রিল) প্রদেশের সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থী ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করেন।প্রাদেশিক পর্যটন প্রধান সৈয়দ আমিন কাসেমি বুধবার বলেন, নওরোজে ১৬ লক্ষাধিক পর্যটক প্রদেশ জুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। উল্লিখিত সময়ে কেবল ফালাক-ওল-আফলাক দুর্গ পরিদর্শন করেছেন ১ লাখ ৯০ হাজার ৯৬৭ জন। দুর্গটি প্রদেশের শীর্ষস্থানীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বলে জানান তিনি।নওরোজে ফালাক আল-আফলাক দুর্গের পরে দ্বিতীয় সর্বোচ্চ পর্যটক আকৃষ্ট করে লেক কিইও।এই অঞ্চলে দেশী-বিদেশী দর্শনার্থীদের কাছে অন্যতম ভ্রমণ গন্তব্য আট-টাওয়ারের ফালাক-ওল-আফলাক দুর্গ। শহরের মাঝে বুক ফুলিয়ে থাকা স্থাপনাটি ভ্রমণ না করলে যেন অনেক অতৃপ্তি থেকে যায়।দুর্গটি গড়ে ওঠে সাসানি যুগে (২২৪ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ)। রাতের বেলায় যখন ফ্লাডলাইট জ্বালানো হয় তখন এক বিশেষ মনোরম এবং নাটকীয় দৃশ্য তৈরি হয়। দুর্গের চারিদিকে ঘেরা সরু যুদ্ধের মনোরম দৃশ্য সবার নজর কাড়ে।ইরানের ইতিহাসে সাসানি যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুগেই পারস্য শিল্প ও স্থাপত্য একটি সাধারণ নবজাগরণের অভিজ্ঞতা লাভ করে।ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ লোরেস্তান ইরানের স্বল্প পরিচিত ভ্রমণ গন্তব্যগুলোর অন্যতম। লোরেস্তান এমন একটি অপূর্ব সৌন্দর্যের অঞ্চল যেখানে একজন উৎসাহী প্রকৃতিপ্রেমী কয়েক সপ্তাহ ধরে ভ্রমণ উপভোগ করতে পারেন।১০০০ খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে মেডিস সহ ইরানি ইন্দো-ইউরোপীয় জনগণের বসবাস ছিল। প্রায় ৭০০ থেকে ৬২৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিমেরিয়ান ও সিথিয়ানরা মাঝে মাঝে এই অঞ্চল শাসন করে।লোরেস্তান প্রায় ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে ক্রমবর্ধমান হাখামানেশী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং ধারাবাহিকভাবে সেলিউসিড, পার্থিয়ান এবং সাসানি রাজবংশের অংশ ছিল। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: