এবার ইরাক সফরে আলী শামখানি; সই হবে নিরাপত্তা সহযোগিতা চুক্তি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি ইরাক সফরে রাজধানী বাগদাদ পৌঁছেছেন। এ সফরে তিনি ইরাকের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও একটি নিরাপত্তা চুক্তি সই করবেন।
চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তিনি ইরাক সফরে গেছেন। এ সফরে তার সঙ্গে একটি প্রতিনিধিদল রয়েছে। তাদেরকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল-আরাজি।
আলী শামখানি আজ বাগদাদ পৌঁছে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতের স্থান পরিদর্শন করেন। তিন বছর আগে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই শীর্ষ কমান্ডার মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন।
আশা করা হচ্ছে আলী শামখানি ইরাকের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি
যৌথ নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করবেন। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।
দু দেশের মধ্যকার প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং অভিন্ন সীমান্ত রক্ষার বিষয়ে পারস্পরিক দায়িত্বশীলতা জোরদার করার লক্ষ্যে এই চুক্তি সই হবে। চুক্তিটি সই হলে ইরাক-ইরান সীমান্তে তৎপর বিপ্লব-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নস্যাৎ হবে এবং সীমান্তবর্তী এলাকায় ইহুদিবাদী ইসরাইলের অনুচরদের তৎপরতাও বন্ধ হবে।# পার্সটুডে
.