ইরানে চিকিৎসা সেবা নেন ১৬৪ দেশের রোগী
১৬৪টি দেশ থেকে বিদেশী রোগীরা চিকিৎসা সেবা নিতে ইরানে যাচ্ছেন।
১৬৪টি দেশ থেকে বিদেশী রোগীরা চিকিৎসা সেবা নিতে ইরানে যাচ্ছেন। ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী সাইদ করিমি এই তথ্য জানান। তিনি বলেন, এসব রোগী মূলত ইউরোপ ও এশিয়ার পাশাপাশি দক্ষিণ ও উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন।
কারিমি আরও জানান, ইরানে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মেডিকেল পর্যটক ইরাক, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া, পাকিস্তান এবং তুরস্কের। ইরানের স্বাস্থ্যকেন্দ্রে বিদেশী রোগী আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসা সেবা।
এরপর যেসব কারণে ইরানে বিদেশী রোগী ভ্রমণ করে থাকেন তার মধ্যে রয়েছে, চক্ষুবিদ্যা, অর্থোপেডিকস, কসমেটোলজি, পেডিয়াট্রিক সার্জারি এবং হৃদরোগের সুচিকিৎসা। কারিমির বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম এই খবর দিয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশের ২৭টি প্রদেশের প্রায় ২৫০টি হাসপাতালে আন্তর্জাতিক রোগী বিভাগ (আইপিডি) পরিচালনার অনুমতি রয়েছে।
গত ইরানি ক্যালেন্ডার বছরে ইরানের চিকিৎসা পর্যটনের আয় ১ বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে। সূত্র: তেহরান টাইমস
.