• May 14 2023 - 06:07
  • 82
  • : Less than one minute

আগামী সপ্তাহে ইরানে আসছে 'সুখোই সু-৩৫' যুদ্ধবিমান

আগামী সপ্তাহে ইরানের কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ হস্তান্তর করবে রাশিয়া।

আগামী সপ্তাহে ইরানের কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ হস্তান্তর করবে রাশিয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

সুখোই সু-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যন্ত উন্নতমানের রাডার ব্যবস্থা। এটি একইসঙ্গে ৩০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে ৮টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

এই যুদ্ধবিমান একই সময়ে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, জাহাজে ও রাডার ব্যবস্থার ওপর আঘাত হানতে পারে।

সুখোই সু-৩৫ যুদ্ধবিমান লেজার বোমা ও ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করতে পারে। রাশিয়ার সঙ্গে বর্তমানে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনেছে।#    

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: