এজেন্সি

ঢাকায় মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্স অনুষ্ঠিত

  • : برگزار شده
  • : Feb 5 2022
  • : Feb 5 2022
  • : ঢাকা
  • : 200
ঢাকায় মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্স অনুষ্ঠিত

ইরানের ইসলামি বিপ্লবের তেতাল্লিশতম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবের তেতাল্লিশতম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও শেখ সাদী (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কোর্সটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়।কোর্সের প্রথম পর্ব পরিচালনা করেন ঢাকাস্থ আহছানিয়া ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মুফতী শাইখ মুহাম্মদ উছমান গনী। প্রাচীন ও আধুনিক ফারসির পার্থক্য এবং বাংলা ভাষায় ফারসি ভাষার প্রভাব নিয়ে আলোচনা করেন তিনি।

মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত

কোর্সের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড. আব্দুস সবুর খান। এ কোর্সের বিষয়বস্তু ছিল ইরানের সমকালীন সাহিত্য।

ইরানের সমকালীন সাহিত্যের উপর ক্লাস পরিচালনা করছেন ড. আব্দুস সবুর খান

আর তৃতীয় কোর্সটি পরিচালনা করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত।মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার এ মানোন্নয়ন কোর্সে বঙ্গ ভবন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল কবির, গণ ভবন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান, সংসদ ভবন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হুসাইনসহ দেশের বিশষ্ট আলেমগণ অংশ নেন।

ফারসি ভাষা ও সাহিত্যের উপর ক্লাস নিচ্ছেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত
মাদ্রাসার শিক্ষকদের জন্য ফারসি ভাষার মানোন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকাস্থ আহছানিয়া ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মুফতী শাইখ মুহাম্মদ উছমান গনী



:

:

:

: